

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনা শহরে অবস্থানরত (সাদুল্লাপুর, চরতারাপুর, ভাড়ারা) পূর্বাঞ্চলবাসীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় পাবনা পিসিসিএস বাজারে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট্য শিক্ষাবীদ অধ্যক্ষ (অব.) আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ নাজমুল বিশ্বাস, প্রধান শিক্ষক (অব.) আফসার উদ্দিন। অ্যাড. আব্দুুল আজিজের সভাপতিত্বে ও সিদ্দিকুল ইসলাম ফরিদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাবুল বিশ্বাস, মির্জা ফারুক প্রমূখ।
এসময় শহীদ এম. মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন, সরকারি এডওয়ার্ড কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনিছুর রহমান, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম আলাউদ্দিন হোসেন, কাজী জুয়েল, সুমন, আসাদসহ শতাধিক বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
