পাহাড়ে সেনাবাহিনীর খাদ্য সহায়তা অব্যাহত

0
163
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে রাঙামাটি সেনা জোন। গত শনিবার চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশে রাঙামাটি রিজিয়নের তত্ত্বাবধানে জেলার সদর উপজেলার বাচ্চুরি শুকনা বিল ও ভেদাভেদী নতুন পাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেন সেনা সদস্যরা। এতে নেতৃত্ব দেন রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল ইসলাম। এ সময় রাঙামাটি সদর জোনের কর্মকর্তা মেজর মো. আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার পাশাপাশি সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখতে, জনসচেতনতা গড়ে তোলাসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। একই সঙ্গে সেনা সদস্যদের রেশমের একটি বিরাট অংশ আর্তমানবতার সেবায় পাহাড়ের দরিদ্র জোনগোষ্ঠীর মধ্যে বিতরণ করে যাচ্ছে। রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল ইসলাম বলেছেন, পাহাড়ের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। ভবিষ্যতেও দেশের যে কোনো ক্রান্তি লগ্নে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here