

ডেইলি গাজীপুর প্রতিবেদক : পূবাইলের বসুগাঁও এলাকা থেকে দুইশত পঞ্চাশ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক রোহিঙ্গা নারী ও তার স্বামীকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশন এর ৪১নং ওয়ার্ডের বসুগাঁও ক্লাব সংলগ্ন আবুল কাশেমের বাড়ির সামনে থেকে গোপন সংবাদ পেয়ে পূবাইল থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমানের নেতৃত্বে এলাকা তাদের দুজনকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা মহিলার নাম মুন্নি আক্তার (২৭)। সে গাজীপুর জেলার পূবাইল থানাধীন ৪১নং ওয়ার্ডের আবুল কাশেম সরকার এর ছেলে রেজাউল সরকারের স্ত্রী। এই দম্পতি সাত বছর আগে বিয়ে করে। পরে স্ত্রীর মাধ্যমে টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে পূবাইলের বিভিন্ন স্থানে বিক্রি করে।
পূবাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান যে, আমাদের কমিশনার স্যারের নির্দেশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করি। আমরা গোপনে জানতে পারি আসামী দুজন আসামী মুন্নির ছোট বোন ছমিরার কাছ থেকে দুইদিন আগে ইয়াবা সংগ্রহ করে। এই আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
