

মোঃ দেলোয়ার হোসেন, পূবাইল, (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মিরের বাজার এলাকায় বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট থান্দার কামরুজ্জামান। এসময় জনসেবা স্বাস্থ্য নামক একটি ক্লিনিকে অভিযান পরিচালনা করার সময় দেখা যায় যে, মালিক জাহানারা বেগম একটি বাসায় একটি ক্লিনিকের ব্যবসা করছেন। যেখানে তিনি নিজেই সেবা প্রদান করেন এবং তিনি নার্সের প্রশিক্ষন প্রাপ্ত হয়ে ডাক্তারি করে আসছেন। অনুমতি না নিয়ে প্রতিষ্ঠান চালানোর অপরাধে এবং অবৈধ ভাবে গর্ভপাত করার অভিযোগে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়। ক্লিনিকের মালিক দোষ স্বীকার করেন।
