পূবাইলে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

0
666
728×90 Banner

মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: জাতীয় বৃক্ষরোপন কর্মসূচী ২০২২ উপলক্ষ্যে পূবাইল থানা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা, বৃক্ষরোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচী আজ সোমবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ডের মাজুখান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপ্লব চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক পূবাইল থানা কৃষকলীগ। সভাপতিত্ত্ব করেন, মোঃ বাখের উদ্দিন মোল্লা, সভাপতি পূবাইল থানা কৃষকলীগ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহের আফরোজ চুমকি এম.পি, মহিলা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ। তিনি বক্তব্যে বলেন, বাংলাদেশের পরিবেশ রক্ষায় বিভিন্ন ধরনের ফলজ, বনজ গাছের চারা রোপন ও পরিচর্যা উপর গুরুত্বরোপ করেন। তিনি পূবাইলের কোনো পতিত জমি ফেলে না রেখে ফলজ, বনজ গাছের চারা লাগানোর জন্য সকলকে আহ্বান জানান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এড. আজমত উল্লা খান, সভাপতি গাজীপুর মহানগর আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আতাউল্লাহ মন্ডল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গাজীপুর মহানগর আওয়ামীলীগ। জনাব মোঃ আফজাল হোসেন সরকার রিপন, সহ-সভাপতি গাজীপুর মহানগর আওয়ামীলীগ। আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ, কাউন্সিলর ৪০নং ওয়ার্ড ও সদস্য গাজীপুর মহানগর আওয়ামীলীগ। হোসনে আরা সিদ্দিকি জুলি, মহিলা বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামীলীগ। জনাব মোঃ হেলাল উদ্দিন, সভাপতি গাজীপুর মহানগর কৃষকলীগ। আলহাজ্ব আব্দুল কাদির মন্ডল, সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর কৃষকলীগ।
আরো উপস্থিত ছিলেন, শাহিনুল আলম মৃধা কাউন্সিলর ৩৯নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। মোঃ মোমেন মিয়া, কাউন্সিলর ৪১নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। জোৎস্না বেগম, সংরক্ষিত কাউন্সিলর ৪০,৪১,৪২নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। শরিফুল ইসলাম খান কনক, অর্থ বিষয়ক সম্পাদক কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। কাজী হামিম, সাধারণ সম্পাদক কালীগঞ্জ থানা শ্রমীক লীগ। হারেজ আলী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী, পূবাইল থানা শ্রমিকলীগ। পূবাইল থানা ও সংশ্লিষ্ট ওয়ার্ড সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here