Daily Gazipur Online

পূবাইলে জামায়াতে ইসলামীর চারা বিতরণ

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের পূবাইল থানার বিভিন্ন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনায় বৃক্ষরোপণ ও সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পূবাইল থানা জামায়াতে ইসলামীর আয়োজনে এই বৃক্ষরোপণ করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খাইরুল ইসলাম। তিনি বলেন, আমাদের প্রাকৃতিক পরিবেশ চরমভাবে বিপর্যস্ত। শহর আজ বসবাসের অযোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে। প্রাকৃতিক জলবায়ু সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বেশি করে গাছ লাগাতে হবে। তিনি সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে সবাইকে একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেনপূবাইল থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাডভোকেট শামীম, ডা. জিল্লুর রহমান, মো. সোয়েব, সোহেল প্রমুখ।