পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

0
103
728×90 Banner

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে পূবাইলের মাঝুখান এলাকার ফ্রেন্ডস স্টাইল ওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানায় দেশীয় অস্ত্রে নিয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রতিষ্ঠানটিতে প্রবেশ করলে স্থানীয় এলাকাবাসী ডাকাতদের অবস্থান টের পেয়ে ৫ ডাকাত কে ঘটনাস্থল থেকে আটক করে পূবাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।এসময় ডাকাতদের হেফাজতে থাকা ১টি সুইচ গিয়ার চাকু, ১টি কাটিং প্লাস, ১টি কাটিং কেচি, ১টি ছুরি ও ১টি চাকু জব্দ করে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির সহকারী এডমিন অফিসার বাবুল মিয়া আটককৃত ১।চান মিয়া (২৯),২। মো: মামুন (৩০),৩। মোঃ রাসেল (২৭) ৫। মো: সোহেল (২৬),বিরুদ্ধে পূবাইল থানায়একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি আরও জানান প্রতিষ্ঠানটিতে গত এক বছর ধরে উৎপাদন বন্ধ রয়েছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম বলেন আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here