
মোঃরাজীব হোসেন, গাজীপুরের : পুবাইলে স্থানীয় একটি বিল থেকে মোফাজ্জল হোসেন(৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে সাড়ে এগারোটায় নগরীর হায়দ্রাবাদ মাওয়াটেক এলাকার একটি বিল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত মোফাজ্জল জামালপুর জেলার সরিষাবাড়ি থানার বটচূড় গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি পেশায় অটো রিক্সা চালাক।
পূবাইল থানার উপ পরিদর্শক সাইফুল ইসলাম জানান,এলাকার একটি বিলে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়।তবে নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার মামলা হয়েছে।
