পূবাইলে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার আপন মা সহ গ্রেফতার ২

0
55
728×90 Banner

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের পূবাইলে ডোবা থেকে সোলেমান হোসেন সম্রাট(১৭)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ,ছেলেকে হত্যার অভিযোগ প্রেমিক সহ মাকে গ্রেফতার।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার নুর মোহাম্মদ নাসির উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার দুপুরে জানান,শনিবার পূবাইল থানাধীন সাতপোয়া এলাকার রেল লাইনের উত্তর পাশে সুলতানের মাছের ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে,পরবর্তীতে লাশ সনাক্ত করে জানা যায়,উদ্ধারকৃত লাশটি বগুড়া জেলার সোনাতলা থানার শাহবাজপুর গ্রামের জাকির হোসেনের ছেলে সোলেমান হোসেন সম্রাট(১৮)।
সে বর্তমানে পূবাইল কুদাব এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রিনার বাড়ীর ভাড়াটিয়া।
এ বিষয়ে নিহতের ফুফা টিপু সুলতান বাদী হয়ে পূবাইল থানায় অভিযোগ দায়ের করেন।
শনিবার রাত আনুমানিক সাড়ে সাতটায় পুবাইল থানার উপ-পুলিশ পরিদর্শক মাহমুদ হাসান জনি এবং নাজমুলের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির মাধ্যমে পূবাইলের হারবাইদ নন্দীবাড়ি থেকে আমির আলী(৪৫) কে গ্রেফতার করে পুলিশ, সে পূবাইলের সাতপোয়া এলাকার জামীর উদ্দিনের ছেলে,পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে পূবাইলর কুদাব এলাকা থেকে নিহত সম্রাটের ‘মা’ স্বপ্না বেগম(৩৪) কে গ্রেফতার করে পুলিশ,সে গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর থানার,নিয়ামতের ভাইগুন গ্রামের মৃত আব্দুল হামিদ প্রামাণিকের মেয়ে।
ঘটনা ও পুলিশ সূত্রে জানা যায় দুই সন্তানের জননী স্বপ্না খাতুনের স্বামী জাকির হোসেনের সাথে দীর্ঘদিন যাবত তার বনিবনা হচ্ছিলো না। সেই সুযোগে স্থানীয় আমির আলির সঙ্গে অবৈধ পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে স্বপ্নার।
বিষয়টি স্বপ্নার বড় ছেলে সম্রাটের নজরে আসলে সে বিভিন্নভাবে তাদের বাধা দেয়। অবৈধ পরকীয়ার সম্পর্কের কাঁটা সরাতে গিয়ে উভয়ই সম্রাটকে হত্যার সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল ইসলাম জানান,নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে,আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষ করে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here