

মোঃদেলোয়ার হোসেন, পূবাইল, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানাধীন মেঘডুবি এলাকা থেকে মো. কাওসার (২১) ও মো. সুজন (২০) মোঃআপন ইসলাম(১৯) নামে তিন ছিনতাইকারীকে আটক করেছে পূবাইল থানাপুলিশ।
থানাসুএে জানা যায় শনিবার (১২ মার্চ) রাতে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পরে একটি ছিনতাইকারীদল ছিনতাই করার জন্য অবস্থান করছে পরে মেঘডুবি এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো রামদা, একটি চাকু, , একটি মোবাইল উদ্ধার করা হয়।
এব্যাপারে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি)মহিদুল ইসলাম জানান যে,আটকৃতরা দীর্ঘদিন ধরে পূবাইল থানার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল ফোনসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।তাদের ব্যাপারে থানায় মামলা রুজু করে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। আমাদের এরকম অভিযান চলমান আছে।
