পূবাইলে নারী পোশাক শ্রমিককে ধর্ষণ করলেন গাড়ীচালক

0
254
728×90 Banner

মোঃরাজীব হোসেন পুবাইল(গাজীপুর)প্রতিনিধি ঃগাজীপুর নগরের পূবাইলে এক নারীপোশাক শ্রমিক(২০)কে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহষ্পতিবার রাত দশটায় পুবাইলের মিরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম সোহেল(৩৩)। সে গাজীপুর জেলার পূবাইল থানার ৪২নংওয়ার্ডের চান্দের আটি গ্রামের জয়নালের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত সোহেল পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই যুবতী পেশায় একজন পোশাক শ্রমিক। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় সুইং সহকারী পদে কাজ করতেন। অভিযুক্ত সোহেলের সঙ্গে তার পরিচয় দীর্ঘদিনের। গত বৃহষ্পতিবার রাতে নয়টার দিকে কারখানা ছুটি হয়। এ সময় সোহেল তার প্রাইভেটকারে ওই নারীকে বাড়ি পৌছে দিতে চাইলে তিনি রাজি হন। পরে পূবাইলের বিভিন্ন স্থানে ঘুড়ে রাত দশটায় ওই যুবতীর মিরের বাজার এলাকার ভাড়া বাড়িতে নামিয়ে দেওয়ারসময় সোহেল কৌশলে বাড়ির পাশে পরিত্যক্ত বাথরুমে আটকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বিষয়টি জানা জানি হলে শনিবার দুপুরে ওই পোশাক শ্রমিক থানায় মামলা দায়ের করেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ভূইয়া বলেন,অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here