Daily Gazipur Online

পূবাইলে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১নং ওয়ার্ডের খিলগাঁও আপন ভুবন রিসোর্টের পাশে কনকের পুকুরে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে পূবাইল থানায় আজ একটি অভিযোগ হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে কনক হোসেন ৮ থেকে ১০ বছর আগে তিন বিঘা জমিতে একটি পুকুর খনন করেন। দীর্ঘদিন ধরে ঐ পুকুরে মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করে আসছেন স্থায়ী বাসিন্দা ইউসুফ। ভূক্তভোগী পরিবারটির অভিযোগ পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষর লোকজন আমার পরিবারকে বিভিন্ন ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষয়ক্ষতি করতে না পারে বৃহস্পতিবার রাতে অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেন তারা। এতে পুকুরে থাকা প্রায় ৮-১০ মণ মাছ মারা গেছে যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। ভূক্তভোগী ইউসুফ জানান, পুকুরে মাছ চাষ করেই আমার সংসারটি চালাচ্ছি। দুর্বৃত্তরা রাতে বিষ দিয়ে পুকুরের মাছগুলো মেরে ফেলেছে। যারা পুকুরে বিষ দিয়েছে তাদের বিচার চাই আমি।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা নেয়া হবে।