Daily Gazipur Online

পূবাইলে বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল, গাজীপুর প্রতিনিধি ঃপূবাইলের মিরের বাজার চৌরাস্তা এলাকায় দ্রুতগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে পূবাইল-টঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সোয়া ৫টার দিকে হেঁটে মিরের বাজার চৌরাস্তা পার হচ্ছিল ওই নারী। সে সময় টঙ্গীগামী দ্রুতগামী এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৫১৫৪) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তা পার হওয়ার সময় এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে। পরে লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি। পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি)মহিদুল ইসলাম জানান যে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে গেছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।