পূবাইলে বিদেশি মদসহ ২ কারবারি গ্রেপ্তার

0
31
728×90 Banner

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইলে ৩০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে পূবাইলের করমতলা এলাকার রাবেয়া পাম্পের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন: ঢাকার দক্ষিণখান থানার মুন্সুর আলীর ছেলে সোহেল (৪৮), এবং নাটোরের লালপুর থানার রাকসা গ্রামের মৃত আগর আলীর ছেলে আব্দুর রশিদ মিশন (৩৫)।
পূবাইল থানার উপ-পুলিশ পরিদর্শক হুমায়ূন কবির জানান, ঈদকে সামনে রেখে মাদকের এ চালানটি সীমান্তবর্তী সিলেট এলাকা থেকে পূবাইল এনে বিক্রি করতে চেয়েছিল এই মাদক কারবারিরা।জব্দকৃত মদের অবৈধ বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমিরুল ইসলাম জানান, আটককৃত দুই মাদক কারবারিকে নিয়মিত মাদক মামলা শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে পূবাইল থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here