
মোঃ রাজিব হোসেন: গাজীপুর মহানগরের ৪২নং ওয়ার্ডের নন্দীবাড়ী এলাকায় পাশের্^র বাড়ীতে পানি উঠানোর মটরের বিদ্যুৎতের লাইন চেক করতে গিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় আবু তাহের (২৮) এর মৃত্যুৎ হয়েছে। নিহত আবু তাহের গাজীপুর জেলার পূবাইল থানার নন্দীবাড়ী গ্রামের হাতেম আলীর ছেলে । স্থানীয় সুত্রে জানা যায় আজ সকাল ১১.০০ টার দিকে পাশের্^র বাড়ীতে বিদ্যুৎতের তার চেক করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে ক্যাথারসিস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত আবু তাহের স্থানীয় একটি মার্কেটে বড় ভাইয়ের মুদি দোকান দেখাশোনা করতেন।
