Daily Gazipur Online

পূবাইলে শালিশী বৈঠকের মিমাংসাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমি দখলের অভিযোগ!

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগরের পূবাইলে জোরপূর্বক শালিশি জমি দখলের অভিযোগ উঠেছে ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পূবাইল মেট্রো থানার ৪০নং ওর্য়াড মেঘডুবি (টেকপাড়া) এলাকায়।
ভুক্তভোগী একই এলাকার রিপন ও তার চাচা সিরাজুল মোল্লা জানান, স্থানীয় যুবলীগ পরিচয়দান কারী নেতাদের সহযোগীতায় নজরুল ইসলাম, মিনারুল, মোশারফ, মোবারক ও ভগ্নিপতি লাল মিয়া জমি থেকে অর্ধশতাধিক ফলজ কেটে নিয়ে যায়। বালু ভরাট করে চলছে ওই জমিতে টিনসেট ঘর ও সীমানা প্রাচীর নির্মাণ। এমনকি আমাদের টয়লেট ও গোসল খানা বাদ যায়নি তাদের দখল ও ভাংচুর থেকে।
শালিশী জমি দখলের ব্যাপারে স্থানীয় কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ জানান, পূবাইল থানা ওসি নাজমুল হক ভূইয়ার উপস্থিতিতে এলাকার গণ্যমান্যদের নিয়ে ৪/৫মাস পূর্বে ওই জমি প্রকৃত ৪ ওয়ারিশগনের মাঝে বন্টন করে দেই। সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য যুবলীগের নাম ভাংগিয়ে কেন জমি দখল বাজিঁ করতে হবে সেটা আমার বোধগম্য নয়।
এ ব্যাপারে অভিযুক্ত নজরুল জানান, আমরা কারো জমি দখল করিনি। আমাদের পৈত্রিক জমিতে স্থাপনার কাজ করছি।
অভিযুক্ত যুবলীগ পরিচয়দান কারী নাজমুল জানান, আমি ওই শালিশি বৈঠকে উপস্থিত ছিলাম। তবে জমি দখলের বিষয়টি অস্বীকার করলেও ওয়ারিশদার নজরুল ও রহমদ্দিনের কাছ থেকে তিন জনের নামে ৮ শতাংশ জমি রেজিষ্ট্রি বায়না করি। তবে সু-কৌশলে অন্যের নিকট তা বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীরা জানান, সিএস ও এস এ পর্চায় আমারা সবাই জমির মালিক বিদ্যমান । পরবতীর্তে আর এস রেকর্ডে ভুল হওয়ায় আমাদের ভোগদখলে থাকা সত্বেও শালিশী মিমাংসাকে বৃদ্ধাঙ্গুুলি দেখিয়ে জোর পূর্বক জমি দখল করে নেয় অভিযুক্তরা।
এ ব্যাপারে পূবাইল থানার ওসি নাজমুল হক ভূইয়া শালিশী বৈঠকে উপস্থিত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন- আমি এ সংক্রান্ত বিষয়ে কিছুই জানিনা।