

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় আভিযান চালিয়ে সেমাই তৈরির কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে র্যাব ও বিএসটিআই।
সোমবার মাজুখান, পশ্চিমপাড়া এলাকায় বেকারিতে এ অভিযান চালানো হয়। উৎপাদিত সেমাইয়ের বিএসটিআইয়ের অনুমতি না থাকায় এ জরিমানা করা হয়।
র্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহের নেতৃত্বে মাজুখান এলাকায় অবস্থিত ফেমাস ফুট এন্ড বেভারেজ কোম্পানির রোজটেক লাচ্ছা সেমাই নামীয় বেকারিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, র্যাব-১ এর আওতাধীন পূর্বাচল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী।
