

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রো থানাধীন হায়দরাবাদ প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) দিনব্যাপী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত জমকালো এই অনুষ্ঠানে কয়েকশ শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষানুরাগী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সম্পতি বিষয়ক কর্মকর্তা ও নুরুল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা নূরুজ্জামান মৃধা। গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান রাজীবের সভাপতিত্বে বর্ণাঢ্য এই অনুষ্ঠান উদ্বোধন করেন ৩৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আবদুস সালাম এবং দৈনিক যুগান্তরের অনলাইন ইনচার্জ মো. আতাউর রহমান।
অনুষ্ঠানে পৃষ্টপোষকতা করেন পূবাইল থানা বিএনপির সহ সভাপতি আনিসুর রহমান মৃধা, ওয়ার্ড যুবদল সভাপতি আনোয়ার হোসেন সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, থানা বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন, ব্যবসায়ী আলমগীর হোসেন, মানিক চাঁন। উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা শাহিন আলম, ডা. এম এ হানিফ, থানা কৃষক দলের সাধারণ সম্পাদক জুলহাস সরকার, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মৃধা ফরিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. জসীম উদ্দিন, আবু ইউসুফ সার্ভেয়ার, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুস সাত্তার, যুবদল নেতা সাইমুম মোল্লা স্বপন, মফিজ উদ্দিন ও মোখলেসুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় নূরুজ্জামান মৃধা বলেন, হায়দরাবাদ প্রি ক্যাডেট অ্যান্ড হাইস্কুল প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে পাঠদান ও সহশিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। আজকের সুন্দর এই আয়োজনের জন্য আমি স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমি এই স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করি। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সমাজ গড়ার কাজে অংশ নিতে হবে। এখানকার শিক্ষার্থীরা ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশের জন্য কাজ করবে বলে আশি আশা রাখি।
সভাপতির বক্তব্যে মজিবুর রহমান বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। আগামী দিন একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এলে আবারও শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা বিশ্বাস করি।
