
সালাউদ্দীন আহম্মেদ, পোরশা(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে সীমিত পরিসরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২০ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হামিদ রেজা, অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, ভাইস চেয়ারম্যান মো: কাজীবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো: ইব্রাহিম হোসেন প্রমুখ।
করোনা পরিস্থিতির কারনে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সীমিত পরিসরে এবং লোক সমাবেশ না ঘটিয়ে স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
