প্রতিটি হত্যার পেছনে কী আছে খতিয়ে দেখতে হবে: এমপি চুমকি

0
41
728×90 Banner

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিক্ষার্থীদের মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তারা কোনো অন্যায় কাজ করতে পারে না। তাদের পেছনের ইন্ধনদাতা ও যড়ষন্ত্রকারীদের বিচারের আওতায় আনা হবে। হত্যাকারী যেই হোক তাদের ছাড় দেওয়া হবে না। প্রতিটি হত্যার পেছনে কী আছে তা খতিয়ে দেখতে হবে।
সোমবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরিব, দুস্থ ও অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংরক্ষিত নারী আসনের এই সদস্য বলেন, যড়ষন্ত্রকারীদের কোনো কৌশলই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। সাধারণ মানুষ ও দেশকে বাঁচাতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছেন। তাদের নামেও মিথ্যাচার করছে যড়ষন্ত্রকারীরা। মানবতার নেত্রী শেখ হাসিনাকে যড়যন্ত্র করে থামিয়ে রাখা যাবে না।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বাস্তবায়নে উপজেলা শহিদ ময়েজউদ্দিন অডিটোরিয়াম সংলগ্ন চত্বরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। চাল-ডাল, লবণ-চিনি, তেল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়াসহ প্রায় ১৫ কেজি শুকনো খাবার জনপ্রতি বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ জহিরউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন।
আরও বক্তব্য রাখেন- কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবু বকর চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here