প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার – সমাজকল্যাণ মন্ত্রী

0
89
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। প্রতিবন্ধীরা যাতে সমাজের বোঝা না হয় সেই লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিবন্ধীদের প্রশিক্ষনের মাধ্যমে কর্মক্ষম করে তোলা হচ্ছে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। বুধবার দুপুরে টঙ্গীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিচালনাধীন প্রতিষ্ঠান শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী প্রধান ফটক, গভীর নলকূপ, চেয়ার ও ঝুড়ি উৎপাদন কার্যক্রম উদ্বোদন করেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক আবু সালেহ মোস্তফা কামাল, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন খান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. সেলিম খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বিপিএম,পিপিএম, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রমূখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here