
নাসির উদ্দীন বুলবুল: দেশের প্রতিটি বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) একটি করে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য মো. আয়েন উদ্দিনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল সরকারের এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, বর্তমানে সারাদেশে বিকেএসপি’র ৫টি কেন্দ্র রয়েছে। এগুলো হলো- সাভারের জিরানীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর প্রধান কার্যালয়, দিনাজপুর বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সিলেট বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ও বরিশাল বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, এ ছাড়া কক্সবাজার জেলার রামুতে চট্টগ্রাম বিভাগের বিকেএসপির প্রধান আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজ চলমান রয়েছে এবং রাজশাহীতে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
