প্রথমবার আন্তর্জাতিক মোটর রেসে চ্যাম্পিয়ন বাংলাদেশের অভিক

0
98
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক মোটর রেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছেন অভিক আনোয়ার। শনিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপে সেরা হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
চ্যাম্পিয়ন অভিকের হাতে রোববার জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুলে দেওয়া হবে শিরোপা। তিনি তার রেসিং ট্রাকে গাড়ির পেছনের কাচে লাল-সবুজের পতাকা রেখেছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও একবার উড়বে বাংলাদেশের সবুজের বুকে লাল।
আন্তর্জাতিক এই রেসে যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, ইউএই, বাংলাদেশসহ ইউরোপের কয়েকটি দেশের প্রতিযোগী অংশ নেন। এর আগে গত মাসে ভারতের জাতীয় ট্যুরিং কার চ্যাম্পিয়নশিপ ‘ভক্সওয়াগেন পোলো’ কাপে চতুর্থ হয়েছিলেন অভিক।
সংযুক্ত আরব আমিরাতের মোটর ক্রীড়ার নিয়ন্ত্রক সংস্থা এমিরেটস মোটর স্পোর্ট অর্গানাইজেশন (ইএসএমও) ন্যাশনাল এই রেসিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করে। ছয় রাউন্ডে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। ছয় রাউন্ডের ফল মিলিয়ে সেরা হয়েছেন বাংলাদেশি অভিক।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here