প্রধানমন্ত্রীকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রলীগের বিক্ষোভ

0
107
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে টঙ্গী সরকারি কলেজ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও কাজী আজিমুদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মো. মোশিউর রহমান সরকার বাবুর নেতৃত্বে প্রতিটি কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের হয়ে ঢাকা—ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মো. মোশিউর রহমান সরকার বাবু বলেন, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্য যদি ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রত্যাখ্যান না করে এবং দেশবাসীর কাছে ক্ষমা না চায় তাহলে ছাত্রলীগের সকল ইউনিট কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here