প্রবাসীদের বিদেশ যাত্রায় হয়রানি বন্ধের আহ্বান

0
150
728×90 Banner

ডেইলি গাজীপুর (সংবাদ বিজ্ঞপ্তি ) :প্রবাসীদের কর্মক্ষেত্রে যোগ দিতে বিদেশ যাত্রার ক্ষেত্রে হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী যুব শক্তির আহ্বায়ক ফজলুল হক মুন্না।
আজ ১৩ জুলাই ২০২০ সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
ফজলুল হক মুন্না বলেন, “প্রবাসীরা বর্তমানে করোনা মহামারির মধ্যে দেশ থেকে প্রবাসে যাত্রার ক্ষেত্রে চরম হয়রানির শিকার হচ্ছেন। টিকেট কালোবাজারীদের দৌরাত্মের কারণে তাদের নাভিশ্বাস উঠেছে। বাংলাদেশ থেকে বাহরাইনে যেতে ওয়ানওয়ে এয়ার টিকেটের দাম সর্বোচ্চ ২৭ হাজার টাকা পর্যন্ত ছিল। সেই টিকেট বর্তমানে ১.৫ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত বিক্রি করছে কালোবাজারীরা। অন্যান্য প্রতিটি রুটে একই অবস্থা বিরাজ করছে। কাজে যোগ দেওয়ার বাধ্যবাধকতা ও অনলাইনে বা কাউন্টারে টিকিট না পেয়ে বাধ্য হয়ে বাড়তি দামে টিকেট কিনতে হচ্ছে প্রবাসীদের। অথচ এ ব্যাপারে সরকারের কোন পদক্ষেপ আমাদের চোখে পড়ছেও না।”
প্রবাসী যুব শক্তির আহ্বায়ক আরও বলেন, “ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। বিভিন্ন দেশের রেমিট্যান্স যোদ্ধারা বাধ্য হয়ে চড়া দামে টিকেট কিনছে। সিভিল অ্যাভিয়েশন শুধুমাত্র এমিরেটস এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে। যদি অন্যান্য এয়ারলাইন্সকেও অনুমতি দেয়া হতো তাহলে হয়তো এতটা অরাজকতার সৃষ্টি হতো না।”
তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “কালোবাজারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে রেমিট্যান্স যোদ্ধাদের স্বল্প ও বিনা খরচে কর্মস্থলে পৌঁছে দিতে হবে। বর্তমান পরিস্থিতি বিরাজ করলে বিপুল পরিমাণ প্রবাসী কর্মহীন হয়ে পড়বেন। আদতে ক্ষতি হবে দেশের। তাই এখনই এসময় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার।”

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here