Daily Gazipur Online

প্রবীণ সাংবাদিক মতিউর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন

ডেইলি গাজীপুর প্রতিবেদক :জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান লায়ন এড. এম এ মজিদের বড় ভাই দিনাজপুরের প্রথিতযশা প্রবীণ সাংবাদিক মো. মতিউর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
০২ নভেম্বর ২০২৪ শনিবার রাত ৯ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে দিনাজপুর উপশহরস্থ জিয়া হার্ট ফাউন্ডেশন এ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার বর্তমান অবস্থা কিছুটা উন্নতির দিকে।
উল্লেখ্য, ২০০৪ সালের আগস্ট মাসে মতিউর রহমানের ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ওপেন হার্ট সার্জারী করা হয়েছিল। ২০২০ এবং ২০২১ সালে তিনি দু’বার করোনায় আক্রান্ত হয়েছিলেন। কঠোর আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসে বিশ্বাসী মো. মতিউর রহমান সম্পূর্ণ সুস্হ্য হয়ে উঠে নিজ পেশা সাংবাদিকতা এবং আর্ত-পীড়িত মানুষদের সেবামূলক কর্মকান্ডে নিজেকে আত্মনিয়োগ করে আসছেন।
দিনাজপুরের সব চাইতে প্রবীণ এবং প্রতীথযশা সাংবাদিক মো. মতিউর রহমান দিনাজপুর হতে সর্বাধিক প্রকাশিত ও প্রচারিত দৈনিক উত্তর বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার। এছাড়াও তিনি ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউ.এন.বি), ডেইলি নিউ নেশান, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর বৃহত্তর দিনাজপুর জেলার জেলা প্রতিনিধিসহ লন্ডন ভি্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা দি রয়টার্স এর উত্তরবঙ্গপ্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি জাতীয়ভাবে একজন শিশু সাহিত্যিক ও ছড়াকার হিসেবেও সুপরিচিত।
বিশিষ্ট এবং প্রতিথযশা সাংবাদিক হিসেবে মো. মতিউর রহমান জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অনেক পুরস্কার, উপাধি এবং সম্মাননা পেয়েছেন। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গনের সম্মুখযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা।
মো. মতিউর রহমান স্কুল, জামে মসজিদ, এতিমখানা, হাফেজিয়া মাদ্রাসা ও ফোরকানিয়া মাদ্রাসাসহ কয়েক ডজন আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক।
মো. মতিউর রহমানের পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।