প্রাথমিকের শিক্ষার্থীদের ২ হাজার টাকা ভাতা দেবে সরকার

0
177
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে প্রতিজন শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে ভাতা দেবে সরকার। বর্তমানে উপবৃত্তি, বিনামূল্যে বইসহ বিভিন্ন সুযোগ-সুবিধার পরও সরকার শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী বছর থেকে শিক্ষার্থীরা এ সুযোগ পাবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের পোশাক তৈরি ও টিফিনের টাকার জন্য আর চিন্তা করতে হবে না।
গত শনিবার চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের হাজী মীর আহমদ সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ, খুলশী ক্লাবের সভাপতি মুহাম্মদ সামসুল আলম, নজরুল ইসলাম, বদিউল আলম সওদাগর প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here