আলহাজ্ব শেখ আব্দুস সালাম
সাহারার মতো অসম্ভব ক্ষুর্ধাতের জন্য প্রার্থনা করি
আটলান্টিকের মতো সীমাহীন পিপাসার্তের জন্য প্রার্থনা করি,
মর্তলোকের মতো বিশাল লোভাতুরের জন্য প্রার্থনা করি,
লালসার হাতে বন্দীর জন্য প্রার্থনা করি
ইহাদের মন পরিবর্তনের জন্য প্রার্থনা করি
ইহাদের মস্তিস্কে পরিবর্তন আসুক।
ওই টিকা আবিস্কারের জন্য প্রার্থনা করি
যে টিকায় সব অন্যায় চিন্তার অবসান হবে
করোনা টিকার সাথে সে টিকাও আবিস্কৃত হোক।
ত্রাণ বিতরণে দুষ্টু চিন্তা –
করোনা মহামারীর ভয়ার্ত ছোবল
ইত্যাদি অমঙ্গল হতে
মঙ্গল বিকশিত হোক
এই প্রার্থনা মর্ম হতে উৎসারিত হোক
হে! মহান প্রতিপালক
এই আমার প্রার্থনা
দূর হোক বেইমান করোনা।
কবি : আলহাজ্ব শেখ আব্দুস সালাম
প্রধান শিক্ষক
শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় টঙ্গী।