
ডেইলি গাজীপুর বিনোদন: আমি কিন্তু ক্রিকেটের পাঁড়ভক্ত, তা নই। কিন্তু বাংলাদেশি হিসেবে দলের সাফল্যে ভীষণ ভালো লাগা কাজ করে। বলা যায় এটাই বাংলাদেশের এখন প্রধান খেলা।
সেই আমেজটা আমাকেও ছুঁয়ে যায়। আর এবার ঈদের মধ্যেই চলছে বিশ্বকাপ ক্রিকেট। এরমধ্যে অসাধারণ একটি জয় পেয়েছি আমরা। স্বাভাবিকভাবে ঈদ আয়োজনেও এটার প্রভাব পড়ছে। খেলা আছে ঈদের দিনেও।
এবারের ঈদের জন্য এতটাই ব্যস্ত ছিলাম যে, কোনও ফটোশুট বা বিজ্ঞাপনের কাজ করতে পারিনি। জানি না দেশের ক্রিকেট ম্যাচগুলো আর নিজের নাটকগুলো সব দেখতে পারব কিনা।
তবে আমি সারাক্ষণ টাইগারদের সমর্থন দেওয়ার চেষ্টা করি। আমি চাই বাংলাদেশ এবার ফাইনাল খেলুক। জিতুক বা হারুক- ফাইনাল পর্যন্ত গেলেই আমি তৃপ্ত।
