
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর বিমানবন্দর থানার কাওলা এলাকার সিভিল এ্যাভিয়েশন স্টাফ কোয়াটারের পাশে বড় একটি আম গাছের ডালে ফায়ার সার্ভিসের তৎপরতায় ব্যর্থ হল সিভিল এ্যাভিয়েশনের গাড়ি চালকের আত্নহত্যা।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই গাড়ি চালকের গলার ফাঁসের রশি খুলে অক্ষত অবস্থায় উদ্ধার করে বিমানবন্দর থানার পুলিশ এবং তার স্বজনদের কাছে হস্তান্তর করেন।
আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর বিমানবন্দর থানার কাওলায় সিভিল এ্যাভিয়েশন স্টাফ কোয়াটারের পাশে এঘটনা ঘটে।
রাজধানীর কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম আজ শুক্রবার সকালে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে সিভিল এ্যাভিয়েশন স্টাফ কোয়াটারের পাশে আম গাছের ডালে মোঃ বাবুল মিয়া (৪৫) নামের একজন ব্যক্তি আত্নরহত্যার উদ্দেশ্যে ফাঁসির রশি গলায় ঝুলিয়ে রেখেছেন। সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে আত্নহত্যা করতে যাওয়া ব্যক্তিকে কৌশলে বুঝিয়ে গলার ফাঁসের রশি খুলে অক্ষত অবস্থায় উদ্ধার করে বিমানবন্দর থানার পুলিশ এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরো জানান, প্রাথমিক ভাবে জানা যায়, আত্নহত্যা করতে যাওয়া মো: বাবুল মিয়া (৪৫) পেশায় একজন সিভিল এ্যাভিয়েশনের গাড়ী চালক।তার পিতার নাম মৃত আব্দুল ছোবহান।গ্রাম-গলিপুর, থানা-বেগম গঞ্জ, জেলা- নোয়াখালী। বর্তমানে সে জি-১৮, ৪র্থ তলা, সিভিল এ্যাভিয়েশন স্টাফ কোয়াটার কাওলা, এয়ারপোর্ট, ঢাকা বসবাস করে আসছিল।
এদিকে, মো: বাবুল মিয়ার বড় ভাই মোঃ সেলিম মিয়া আজ সকালে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমার ভাই একজন মাদকসেবী। শ্রাবণী (১৮) চামেলী ( ১৫) নামে তার দু’টি সন্তান রয়েছে। বাবুলের স্ত্রী নাম লায়লা আঞ্জুমান নয়ন। বিগত ৪ বছর আগে বাবুলের স্ত্রী ও সন্তানরা বাবুলের অত্যাচার ও নির্যাতন করায় তারা গ্রামে চলে গেছে। বাবুল সিভিল এ্যাভিয়েশনের একজন গাড়ি চালক। ২৬ বছর ধরে সে এ পেশায় নিয়োজিত রয়েছে।
তিনি আরো জানান, মাদকসেবনের কারণে সিভিল এ্যাভিয়েশন কর্তৃপক্ষ বাবুলকে ঢাকা থেকে যশোর, সৈয়দপুর, চট্রগ্রাম ও কক্সবাজারে বদলী করা হয়। বর্তমানে সে কক্সবাজারে কর্মরত ছিল। তাকে পুলিশ হেফাজত থেকে নিয়ে রিহ্যাবে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এদিকে, বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ মাহবুব আজ সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, ,সিভিল এ্যাভিয়েশনের গাড়ি চালক মো: বাবুল মিয়া আজ সকাল পৌনে ৯টার দিকে আত্নহত্যা করার জন্য রাজধানীর বিমানবন্দর থানার কাওলায় সিভিল এ্যাভিয়েশন স্টাফ কোয়াটারের পাশে একটি বড় আম গাছে গলায় রশি বেধে উঠেন।পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
তিনি আরো জানান, গাড়ি চালক বাবুল পেশায় একজন মাদকসেবী। জিঞ্জাসাবাদ শেষে তাকে তার আত্নীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
