

অলিদুর রহমান অলি, পরশুরাম (ফেনী) থেকে ফিরে: সব সময়ের মত দেশের দুর্যোগপূর্ণ অবস্থায় বন্যাকবলিত এলাকায় ত্রাণ নিয়ে পাশে দাঁড়িয়েছে যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার স্বজনরা।
গতকাল দিনব্যাপী বন্যাদুর্গত এলাকায় মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সামগ্রী ও ফ্রি মেডিকেল ক্যাম্প মাধ্যমে ওষুধ বিতরণ নিয়ে ছুটে যান স্বজনরা।
সকাল থেকে ফেনীর পরশুরাম উপজেলার মধ্যম মালী পাথর অচিম উদ্দিন ভূঁইয়া বাড়িতে মানুষের মাঝে ত্রান বিতরণ ছাড়াও প্রাথমিক চিকিৎসা যাবতীয় ঔষধের ব্যবস্থা প্রদান করা হয়।
এর মধ্যে প্রতি প্যাকেটে চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল, স্যালাইন, শিশুখাদ্য বিস্কুট, স্যানিটারি ন্যাপকিন, লবণ, সাবান, কাপড় চোপড়সহ বিভিন্ন পরিবারের কাছে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেন স্বজনরা। এসব সহায়তায় শুরু থেকে নেতৃত্ব দিয়েছেন যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি, বন্যা দুর্গত উপ-কমিটির সমন্বয়ক মাহবুবুর রহমান জিলানী, সুমি খাতুন, জিমা সিকদার।
সার্বিক সহযোগিতা ছিলেন সমাজ সেবক মোস্তফা কামালুর রশিদ, ডাঃ শরীফ হোসাইন, স্বজন রাজিবুল ইসলাম রাজিব, আল ইমরান মাসুম, নাহিদা ইসলাম ইয়াসমিন, জেসমিন কেয়া, মনিরুজ্জামান বুলবুল, সাকিব সিকদার প্রমুখ।
