ফের জীবনসঙ্গীর খোজে বাঁধন

0
312
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: লাক্সকন্যা আজমেরী হক বাঁধন বিয়ে-বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করছেন । তবে বাঁধনের বাবা-মা চাচ্ছেন বিয়ে করে আবারও সংসারি হতে। এ কারণেই নতুন করে বিয়ের কথা ভাবছেন এই অভিনেত্রী। এরইমধ্যে পাত্রও খোঁজা হচ্ছে বলেন জানান তিনি।
এ বিষয়ে বাঁধন বলেন, পরিবারের সবাই চায় আবার বিয়ে করে সংসারজীবন শুরু করি। আমারও মনে হয়, তা করা উচিত। সমস্যা হচ্ছে, আমাকে যে বিয়ে করবে তার পক্ষে আমার সঙ্গে তাল মিলিয়ে পথ চলা কঠিন হবে। নায়িকা, অভিনেত্রীদের দেখে বেশিরভাগ মানুষ আবেগে আপস্নুত হয়। ভাবে, নায়িকা বিয়ে করতে পারাটাই জীবনের বড় অর্জন। আর কী লাগে! এ ধারণা হয়ত আমার প্রাক্তন স্বামীর মধ্যেও ছিল। বাস্তবতা হচ্ছে, অভিনেত্রীদের সঙ্গে পথচলা অনেক কঠিন। একজন সাধারণ মানুষ, যিনি সাধারণভাবে দিনযাপন করেন, তার সঙ্গে আমার পথচলা সম্ভব নয়। আমার সঙ্গে পথ চলতে পারে, তার মানসিক শক্তি অনেক দৃঢ় হতে হবে। মানিয়ে নেয়ার মানসিকতা থাকতে হবে। এমন কারও সঙ্গে সংসার করতে চাই। এখন পর্যন্ত এমন মানুষ পাইনি। আবার বলছি, আমার সঙ্গে পথচলার জন্য মানসিক শক্তিশালী হতে হবে। আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। তাই যেই আমার জীবনে আসবে, সে যেন না ভাবে যে, বউ হিসেবে সুন্দরী নায়িকা পেয়েছি আর কী লাগে জীবনে! তাকে বুঝতে হবে, সুন্দরী নায়িকা, অভিনেত্রীদের জীবন অত সহজ নয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here