ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে যুবক গ্রেফতার

0
154
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে উসকানিমূলক পোস্ট দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে শেখ মোহাম্মদ সারাফ নাওয়ার (১৯)নামে এক যুবককে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১।
আজ শনিবার রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,আজ শনিবার সকাল ৮টার দিকে র‌্যাব-১, উত্তরা, একটি দল রাজধানীর খিলক্ষেত থানার বোনসাই বাংলা খাবার হোটেলের সামনে অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করায় শেখ মোহাম্মদ সারাফ নাওয়ার (১৯), পিতা- শেখ মোহাম্মদ শামসুল ইসলাম, মাতা- নাসিমা খাতুন, সাং- কুটের পাড়া, থানা- ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহ বর্তমান ঠিকানা- বাড়ি নং-১৬১/১১ রোড নং-৬, মোহাম্মদপুর, থানা- আদাবর, ঢাকা’কে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে একটি মোবাইল ফোন ও ধর্ষণের প্রতিবাদ বিরোধী পোস্টের স্ক্রীনশট দু’ কপি উদ্ধার করা হয়।
র‌্যাব-১ এর এ কর্মকর্তা আরো জানান, র‌্যাব-১ এর সাইবার মনিটরিং টিম সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এ ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে উসকানিমূলক ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া কয়েকটি ফেসবুক আইডি সনাক্ত করতে সক্ষম হয়। Sheikh Mohd Sharaf Nawar নামে একটি ফেসবুক আইডি থেকে ধর্ষণে উদ্বুদ্ধ করণে উসকানিমূলক পোস্ট দিয়ে বিকৃত মানসিকতা প্রকাশ করে। উক্ত ফেসবুক পোস্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। উক্ত পোস্টদাতার বিরুদ্ধে ফেসবুক ব্যবহারকারী সচেতন নাগরিকগণ, বিশেষত যুবসমাজ অনলাইনে প্রতিবাদ করে। চলমান ধর্ষণবিরোধী প্রতিবাদের সময় এই ধরনের উসকানিমূলক প্রচারণার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ২০২০ সালে পটুয়াখালীর একটি স্কুল হতে এসএসসি পাশ করে। সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ষণকারীদের উসকে দিতে বিভিন্ন পোস্ট করে দ্রুত সময়ে ফেসবুক সেলিব্রেটি হওয়ার আশায় ফেসবুকে এই ধরনের পোস্ট করেছে বলে স্বীকার করেছে।
র‌্যাব আরো জানান, এছাড়া সে মোহাম্মদপুর এলাকার স্থানীয় কিশোর গ্যাং এর সাথে জড়িত। সে তার ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) চলমান ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে উসকানিমূলক পোস্ট করেছে মর্মে ধৃত যুবক স্বীকার করে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here