ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে পোস্ট, একজনের বিরুদ্ধে জিডি

0
312
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সিলেটের স্থানীয় সাংবাদিক ফয়সাল কাদিরের বিরুদ্ধে ফেসবুকের মাধ্যমে হুমকি দিয়ে মানহানিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে, জৈনক কুদ্দুসসহ তার নিয়ন্ত্রণাধীন কয়েকটি ফেসবুক আইডির বিরুদ্ধে শাহপরান (রহঃ) থানায় সাধারণ ডায়েরী করেছেন ভুক্তভোগী সাংবাদিক । সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, সাংবাদিক ফয়সাল কাদির দীর্ঘদিন ধরে সুনামের সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন । মাদক, সন্ত্রাস- দাঙ্গা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সব সময় তিনি সংবাদ প্রকাশ করে থাকেন । আর এই সংবাদ প্রকাশের কারনেই মাদক, সন্ত্রাস- দাঙ্গা সৃষ্টিকারীদের বিষফোঁড়া হয়ে উঠেন সাংবাদিক ফয়সাল কাদির । যার কারনে শাহপরান (রহঃ) থানার উপশহর এলাকার রাজীব উল্লাহর ছেলে, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও দাঙ্গাসৃষ্টিকারী কুদ্দুস তার নিজ নামীয় কুদ্দুস এবং বাংলা নিউজ নামের দুইটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক ফয়সাল কাদিরকে উদ্দেশ্য করে, বিভিন্ন রকম হুমকি দিয়ে মানহানিকর একের পর এক স্ট্যাটাস দেয় । তাই জীবনের নিরাপত্তা ও মাদক ব্যবসায়ী কুদ্দুসের বিচার চেয়ে শাহপরান (রহঃ) থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন সাংবাদিক ফয়সাল কাদির, যার সাধারণ ডায়েরী নং- ৪৪১, তাং- ৯/৩/২০২১ইং । একই সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও লিখিত অভিযোগ পাঠিয়েছেন সাংবাদিক ফয়সাল কাদির । সাধারণ ডায়েরীটির সত্যতা নিশ্চিত করে শাহপরান (রহঃ) থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন, বিষয়টি আমরা গভীর ভাবে খতিয়ে দেখছি । তদন্ত সাপেক্ষে সর্বাত্মক আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here