ফোনে মায়ের সঙ্গে কথা বলতে বলতেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জাকির

0
35
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সকাল থেকেই মনটা ছটফট করছিল চার সন্তানের জননী মোমেনা বেগমের (৫৫)। দুপুরে মনের মধ্যে অজানা ঝড় উঠে, বিপদের আশঙ্কায় ফোন দেন নাড়িছেঁড়া ধন বড় ছেলে জাকির হোসেনকে। বাবা তুমি এখন কোথায়? জানতে চাইলে অফিসেই আছে বলে মাকে জানান জাকির।
উদ্বেগ প্রকাশ করে ছেলেকে তিনি বলেন, ‘বাবা আজ তুমি কোথাও বের হবা না, তোমার বড় রকমের বিপদ হবে’। ছেলে মাকে কোথাও বের না হওয়ার আশ্বাস দিয়ে কথা বলতে বলতেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তের মাঝেই ফোনে কথা বলা বন্ধ হয়ে যায়। মায়ের আর বুঝতে বাকি থাকে না তার ছেলের বিপদ হয়েছে। ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বিলাপ করে কথাগুলো বলছিলেন মোমেনা বেগম।
গাজীপুরের কাপাসিয়া উপজেলা বারিষাব ইউনিয়নের চরদুর্লভখা গ্রামের দরিদ্র কৃষক মো. সামাদের ছেলে তরুণ উদ্যোক্তা জাকির হোসেন গত শুক্রবার আড়াইটার সময় রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় পুলিশের গুলিতে আহত হন বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ১৪ ঘণ্টা পর তার মৃত্যু হয়।
মা মোমেনা খাতুন বিলাপ করতে করতে বলেন, ও আমার বাবা তুই আমারে ছাইড়া কোথায় গেলি। আমি যদি সেই সময় থাকতাম আমি পুলিশকে কইতাম আমারে মারো আমার পোলারে মাইরো না। আমার পোলারে যারা মারছে তাদের বিচার আল্লাহ করব।
নিহত জাকির হোসেনের পিতা আ. সামাদ জানান, ভিটেমাটিসহ সর্বসাকুল্যে দেড় বিঘার মতো জমি রয়েছে তার। অভাবের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে খুব কষ্টে দিন কাটছিল তার।
পিতার কষ্ট লাঘব করতে এসএসসি পাশের পর ২০০৩ সালে তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করেন জাকির হোসেন। কঠোর পরিশ্রম আর মেধার পরিচয় দিয়ে কয়েক বছর আগে সহকারী প্রোডাকশন ম্যানেজার হিসেবে পদোন্নতি পান গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানায়। গত ছয় মাস আগে এক বন্ধুকে সঙ্গে নিয়ে ছোট পরিসরে ‘কাজী ভিআইপি গার্মেন্টস’ নামে একটি পোশাক তৈরির কারখানা গড়ে তুলেন তিনি। ১৯ জুলাই দুপুরে কারখানার জন্য গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে জরুরি কিছু মালামাল কেনেন। পরে একজন বায়ারের ফোন পেয়ে তার সঙ্গে দেখা করতে উত্তরা এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে আব্দুল্লাহপুর এলাকায় গিয়ে গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে উঠার জন্য অপেক্ষা করছিলেন তিনি।
ওই সময় সেখানে পুলিশ ও জনতার ধাওয়া পালটা ধাওয়া চলাকালে হঠাৎ করে পরপর দুটি গুলি এসে তার পিঠে ও পেটে লাগলে মাটিতে লুটিয়ে পড়েন জাকির হোসেন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উত্তরার বাংলাদেশ আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খবর পেয়ে তার স্বজনরা তাকে দ্রুত সেখানে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪টার সময় তার মৃত্যু হয়। পরে গত রোববার রাত ১০টার সময় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত জাকিরের ঘরে আব্দুর রহমান (৬) ও বায়জিদ (২) নামে দুইটি ফুটফুটে ছেলে রয়েছে। অল্প বয়সে স্বামীকে হারিয়ে দিশেহারা স্ত্রী জান্নাতুন নাঈম। ছেলেদের নিয়ে কিভাবে সংসার চালাবেন তার কোনো কূলকিনারা ভেবে পাচ্ছেন না। তিনি তার স্বামী হত্যার সঠিক বিচার চান।
স্ত্রী জান্নাতুন নাঈম জানান, গত শুক্রবার সকালের খাবার খেয়ে বাসা থেকে বের হন অফিসের কথা বলে। সারাদিন অফিসে থাকবেন বলে জানিয়েছিলেন। সারাদিন আর তার সাথে কোনো যোগাযোগ নেই। বিকাল ৫টার দিকে স্বামীর অফিসের লোকজনদের বাসায় এসে আমার স্বামী কোথায় জিজ্ঞেস করলে প্রথমে কোনো জবাব দেননি তারা। পরে তারা জানান তার স্বামী গুলিবিদ্ধ হয়েছেন; শিপমেন্টের তাগাদার কারণে হঠাৎ করেই টঙ্গী গিয়েছিলেন জরুরি কিছু মালামাল কিনতে। এ সময় হাসপাতালে ছুটে গেলেও স্বামীকে বাঁচানো সম্ভব হয়নি।
গাজীপুর সদর উপজেলার ভীমবাজার এলাকায় কাজী ভিআইপি গার্মেন্টস নামের একটি ছোট্ট কারখানার উৎপাদন ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন জাকির হোসেন।
ওই কারখানার কর্মকর্তা কামরুল জানান, জাকির গার্মেন্টস কারখানার কাজের প্রশিক্ষণ নিয়েছিলেন। এক সময় তিনি এসব কাজে দক্ষ হয়ে ওঠেন। তার এলাকার সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি ছোট আকারের একটি গার্মেন্টস কারখানা গড়ে তোলেন। সেখানে জাকির হোসেনকে তিনি পুরো কারখানার দায়িত্ব দিয়েছিলেন। নিজের কারখানার প্রয়োজনে উত্তরা গিয়ে জীবন দিতে হয়েছে তার সহকর্মীর।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here