বগুড়ার গাবতলী উজগ্রামে শোফা হাউজের উদ্বোধন

0
257
728×90 Banner

আল আমিন মন্ডল (বগুড়া) : শুক্রবার বগুড়ার গাবতলী দক্ষিনপাড়া ইউনিয়নের উজগ্রাম বাজারে শোফা হাউজ-২ উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শোফা হাউজ-২ প্রোপাইটার আলপনা কবির বাবু, শিক্ষক গোলাম কবির লেবু, গোলাম রব্বনী, তরুন সমাজসেবক ব্যবসায়ী আজিজুল হক স্বপন, বিএনপি নেতা শাহ আলম রাসেল, হেফজুল বারী, রুবেল মাহমুদ, শফিকুল ইসলাম, যুবদল নেতা লুৎফর রহমান, আব্দুল হান্নান, ইউনুছ অলী, পুটু মিয়া, ছাত্রদল নেতা তুহিন বাবু প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ মামুনুর রশিদ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here