বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে—- মমতাজ উদ্দিন আহমেদ

0
246
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, মুজিববর্ষে বঙ্গবন্ধুর আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের কল্যাণে জনহিতকর কাজ করা বঙ্গবন্ধুর সবচেয়ে বড় আদর্শ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল, ক্ষুধা-দারিদ্র মুক্ত সুখী-সমৃদ্ধশালী অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কজ করছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বছরব্যাপী ও মহান স্বাধীনতা দিবস ২০২০ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে ১ মার্চ রবিবার সকালে ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূইয়া ও একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক শামসুল হুদা। সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ। বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে, ভাষা আমাদের বাংলা, জাতিতে আমরা বাঙালি, ধর্মে নিরপেক্ষ এবং চিন্তা-চেতনায় আমরা অসাম্প্রদায়িক। বঙ্গবন্ধু আজীবন মানবতার কল্যাণে কাজ করেছেন। তিনি মানবিক গুণাবলিতে উজ্জীবিত একজন পরিশুদ্ধ মানুষ ছিলেন। মুজিববর্ষে বঙ্গবন্ধুর আদর্শ ও গুণাবলি বিশ্বব্যাপী সঞ্চারিত ও প্রসারিত করতে হবে। তিনি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলার আহ্বান জানান। সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূইয়া বলেন, বঙ্গবন্ধু ছিলেন, শোষিত-বঞ্চিত মেহনতি মানুষের নেতা। তিনি মানুষের সুখে-দুখে তাদের পাশে থেকে কাজ করেছেন। বঙ্গবন্ধুর গুণাবলি সকলের যাপিত জীবনে অনুসরণ-অনুকরণ করতে হবে। আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী, দরবেশ আহসান উল্লাহ ভাসানী, কবি মোঃ খাদেমুল ইসলাম, দৈনিক বিশ্লেষণ পত্রিকার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম, সংগঠনের সদস্য শেখ মোঃ নাসির উদ্দিন, মোঃ আনারুল হক, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জামাল হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here