Daily Gazipur Online

বঙ্গবন্ধুর কবর জিয়ারতের মধ্য দিয়ে শিক্ষণীয় আনন্দ সফর

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে শিক্ষণীয় আনন্দ সফর সম্পন্ন করেছে মুক্তিযুদ্ধের দুর্গ হিসেবে পরিচিত ঢাকা জেলা ধামরাই থানার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্ধ ও পরিচালনা পর্ষদ। পর্ষদের সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসকের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক আইয়ুবের উদ্যোগে শিক্ষক, অভিভাবক কমিটির সদস্যরা পাঁচ দিন ব্যাপি এ সফর সম্পন্ন করেন। চেয়ারম্যানপতœী ফারহানা হক, অভিাবক প্রতিনিধি নুরজজামান বিপ্লব, প্রধান শিক্ষক আমিনুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা সফরে অংশ নেন।
এনামুল হক বলেন, শিক্ষার্থীদের সঠিক কৃষ্টি-কালচার শিক্ষা দেয়ার জন্য শিক্ষকদের এ ধরনের সফরের প্রয়োজন রয়েছে। তাই কুয়াকাটার রাখাইনদের জীবন যাপন, কৃষ্টি কালচার, বৌদ্ধ বিহার পরিদর্শনসহ সুন্দরবনের পূর্বাংশ ফাতরার বন ভ্রমণ ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে।