বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে র‌্যাবের দোয়া মাহফিল

0
94
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে র‌্যাবের উদ্যোগে দেশব্যাপী বিশেষ দোয়া মাহফিল এবং এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করে।
করোনা মহামারী রোধকল্পে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোন পরিস্থিতিতে র‌্যাব মানুষের পাশে থেকে তাদের দুঃখ-কষ্ট লাঘবে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে র‌্যাব ফোর্সেস দেশব্যাপী এতিম, অসহায়, দুঃস্থ মানুষের পাশে দাড়ানোসহ বিভিন্ন ধরনের জনহিতকর কর্মকান্ডে সম্পৃক্ত হয়।
এরই ধারাবাহিকতায় ১৮ মার্চ ২০২২ ইং তারিখ দুপুরে র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক চৌধুরী আব্দুল−াহ্্ আল-মামুন, বিপিএম(বার), পিপিএম মহোদয় ও রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ‘জামিয়া ইসলামিয়া চর ওয়াশপুর মাদ্রাসা’, ‘ফয়জুল উম্মুল পুরুষ ও মহিলা মাদ্রাসা’, ‘বুশরা পুরুষ ও মহিলা মাদ্রসা’, ‘মারকাযুস সুন্নাহ্্ মেট্রো হাউজিং’ এতিমখানা সমূহে ৫ শতাধিক দুঃস্থ অসহায় মানুষ ও এতিম শিশুদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করেন। খাবার বিতরণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, পিপিএম, র‌্যাব সদর দপ্তরের পরিচালকবৃন্দ, র‌্যাব-২ এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু নাঈম মোঃ তালাত ও র‌্যাব সদর দপ্তর ও র‌্যাব-২ এর অন্যান্য কর্মকর্তাগন।
পরবর্তীতে জুমার নামাজের পর মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্য যারা ১৯৭৫ সালে ১৫ আগস্ট নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন তাদের সকলকে শহীদি মর্যাদা দান এবং জান্নাতের সুউচ্চ স্থানে অধিষ্ঠিত করতে দোয়া করা হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনাসহ বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার উদ্যোগ ও প্রক্রিয়াকে কবুলের জন্য দোয়া করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here