নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিমের নেতৃত্বে সোমবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন সদস্যবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেস কাউন্সিল সদস্য মোঃ শফিউল ইসলাম এমপি, মুহাম্মদ নুরুল হুদা, সাইফুল আলম, ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, ড, ফেরদৌস জামান,সেবিকা রানী। এ ছাড়াও বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব( অতিরিক্ত সচিব) মোঃ শাহ আলমসহ প্রেস কাউন্সিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ সময় তারা ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন।
তারা মোনাজাতের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট সকল শহীদের বিদেহী আত্বার মাখফিরাত কামনা করেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেস কাউন্সিলের শ্রদ্ধা নিবেদন
