Daily Gazipur Online

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): আজ ৯ জানুয়ারি ২০২১ রোজ, শনিবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব (নীচ তলা) মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের সাবেক সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক হাজী জাহেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়াল বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী,আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান, কাজী মিজানুর রহমান, শ্রী রবি রায়, বকুল চৌধুরী, মিসেস রিতা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন কমল, ইঞ্জিনিয়ার জুলফিকার আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক এমজি মাহবুব চৌধুরী (মঞ্জু), শেখ মোঃ হাফিজুল ইসলাম, মহিলা সম্পাদিকা বিউটি আক্তার, বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ ঢাকা মহানগরের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।