বঙ্গবন্ধু ও বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে: মিজানুর রহমান মিজু

0
110
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)’র চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।
আজ ২০ ডিসেম্বর ২০২০ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাপ ভাসানী কর্তৃক আয়োজিত “জাতির পিতা বঙ্গবন্ধু ও ব্রিটিশ, বিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ ও ইসলামী দেশসমূহে সমাজ সংস্কারক, রাজনীতিবিদ, কবি-সাহিত্যিক ও ইসলামী চিন্দাবিদদের ভাস্কর্য সম্বলিত চিত্র প্রদর্শনী ও সমাবেশে” বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
মিজানুর রহমান মিজু বলেন, “হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন কর্তৃক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকি মহান মুক্তিযুদ্ধের আদর্শের উপর আঘাত। তাদের হুমকির পর হতে দেশের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা ভাস্কর্য ভাঙ্গছে। আমরা এ সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, মৌলবাদী শক্তির কাছে কোন ভাবেই হার মানা যাবে না। তাদেরকে প্রতিহত করতে হবে। বাংলাদেশের মানুষ যে কোন মূল্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষা করতে প্রস্তুত। মিজানুর রহমান মিজু জাতীয় স্বাধীনতা পার্টির পক্ষ থেকে মৌলবাদী শক্তিকে প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্য হওয়ার আহ্বান জানান।
ন্যাপ ভাসানীর চেয়ারম্যান বঙ্গদ্বীপ এম. এ. ভাসানীর সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম. এ. জলিল, ওলামা লীগের সদস্য সচিব মুফতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আনিসুর রহমান দেশ প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here