Daily Gazipur Online

বঙ্গবন্ধু পৌর ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কমিটি অনুমোদন

সাত্তার সভাপতি,তুষার সাধারণ সম্পাদক

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বঙ্গবন্ধু পৌর ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কমিটি অনুমোদন। আব্দুস সাত্তারকে সভাপতি , মোজাহিদুল ইসলাম তুষারকে সাধারণ সম্পাদক ও সুমন দত্তকে সাংগঠনিক সম্পাদক করে আজ সোমবার ( ২৯ নভেম্বর ২০২১) ঢাকাস্থ কাকরাইল আইডিইবি ভবনের হল রুমে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভায় এ কমিটির অনুমোদন দেয়া হয়। প্রকৌশলী
আব্দুস সাত্তার,নির্বাহী প্রকৌশলী, বোরহান উদ্দিন পৌরসভা ভোলা, প্রকৌশলী মোজাহিদুল ইসলাম তুষার, উপ- সহকারী প্রকৌশলী, আড়াইহাজার পৌরসভা নারায়ণগঞ্জ ও প্রকৈশলী সুমন দত্ত উপ – সহকারী প্রকৌশলী বিঃবাড়িয়া পৌরসভা ও ৪ জন উপদেষ্টা সহ ২৫ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু পৌর ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ এর কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ খবির হোসেন। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এ কে এম আব্দুল মোতালেব সহ পৌরসভায় চাকুরীরত শতাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ।