
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ অত্র বিশ্ববিদ্যালয়ের অবস্ এন্ড গাইনী বিভাগ, কার্ডিওলজি বিভাগ, অর্থোপেডিক সার্জারি বিভাগসহ বিদ্যমান কয়েকটি বিভাগের জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম জোরদার ও এসকল বিভাগ সমূহে সার্বক্ষণিক চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করাসহ ২৪ ঘণ্টা জরুরি সেবা নিশ্চিত করা এবং সাধারণ জরুরি বিভাগ দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন। জরুরি বিভাগ সম্পর্কিত সংশ্লিষ্ট কমিটিকে বিশ্বমানের জরুরি সেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জরুরি বিভাগ চালুর লক্ষ্যে কাজ করারও নির্দেশ দেন। আজ রবিবার ৩০ মে ২০২১ইং তারিখে শহীদ ডা. মিল্টন হলে সম্মানিত সকল ডীন ও সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যানবৃন্দের সাথে অনুষ্ঠিত রোগীদের জরুরি সেবা সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ সভায় তিনি এই নির্দেশ দেন।
গুরুত্বপূর্ণ ওই সভায় সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বেসিক সাইন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. মাসুদা বেগম, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. শাহীন আকতার, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান প্রমুখসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ তার কার্যালয়ে প্রশাসনিক মিটিং এ অংশ নেন। এছাড়া মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ শহীদ ডা. মিল্টন হলে অত্র বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগ, রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি বিভাগ এবং মেডিক্যাল অফিসারদের সাথে তিনটি আলাদা সভায় অংশগ্রহণ করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ও উক্ত বিভাগ দুটির উন্নয়নসহ সার্বিক কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করেন । এছাড়াও মাননীয় উপাচার্য মহোদয় হাসপাতাল রাউন্ড দেন। এদিকে মাননীয় উপাচার্য মহোদয় আজ রাতে ক্যান্সার সোসাইটির একটি গুরুত্বপূর্ণ সভায় জুমে অংশ নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিলেন ২৫০ জন
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে আজ রবিবার ৩০ মে ২০২১ইং তারিখে চলমান কঠোর লকডাউনের মাঝেও মোট ২৫০ জন কোভিড ১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫ শত ৬৪ জন এবং আজ রবিবার ৩০ মে ২০২১ইং পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪৩ হাজার ৭শত ৩০ জন। এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ রবিবার ৩০ মে ২০২১ইং পর্যন্ত পর্যন্ত ১ লক্ষ ৪৫ হাজার ৪ শত ৬২ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে আজ রবিবার ৩০ মে ২০২১ইং পর্যন্ত ৯৭ হাজার ৬ শত ২৯ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। অন্যদিকে করোনা ইউনিটে আজ রবিবার ৩০ মে সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৯ শত ৪৭ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৯ শত ৫৯ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ২ শত ১৯ জন। বর্তমানে ভর্তি আছেন ৬২ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন। ছবি: মোঃ সোহেল গাজী।
