
ডেইলি গাজীপুর প্রতিবেদক: বঙ্গবন্ধু সৈনিক লীগ গাজীপুর জেলাকে ঐক্যবদ্ধ ও সাংগঠনিক কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্যে কর্মীসভা বুধবার গাজীপুর সদর বি.আই.ডি.সি রোড জয়দেবপুর গাজীপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কর্মী সভা ও অফিস উদ্বোধন অনুষ্ঠান গাজীপুর জেলা শাখার সভাপতি ডা: মো: আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল বাশারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সর্দার মুজিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তামজিদ বিন রহমান (তুর্য), কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোহেল রানা, দপ্তর সম্পাদক শেখ সফিউল আলম মানিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিএম কাইয়ুম তাজু, সদস্য মাহাফুজুল হক শিপু, ঢাকা মহানগর উত্তর সহ সভাপতি এম এস ইসলাম অপু, গাজীপুর জেলা সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি মোতালেব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান বাপ্পি, দেওয়ান শামীমুল ইসলাম, আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান সায়েম, দপ্তর সম্পাদক জাহিদ আহসান হৃদয়, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান, শ্রীপুর উপজেলা সভাপতি, টঙ্গীর নোয়াগাঁও এম মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: সদরুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা আহŸায়ক মো: ইয়াসিন, কালিয়াকৈর সদর উপজেলা আহŸায়ক সাজেদুল ইসলাম শাকিল প্রমুখ। আলোচনা সভা শেষে গাজীপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ফিতা ও কেক কেটে অফিস উদ্বোধন ও মিষ্টি বিতরণ করা হয়েছে। পরে মধান্যভোজের আয়োজন করা হয়।
