ডেইলি গাজীপুর প্রতিবেদক : শরীফপুর প্রবাসী ফাউন্ডেশনপর উদ্যোগে ও শরীফপুর ব্লাড ডোনেশন গ্রুপের পরিচালনায় ফেনিতে বন্যার্তদের সহযোগিতায় অবদান রাখায় স্বেচ্ছাসেবকদের সন্মাননা প্রদান করা হয়।
বিশিষ্ট ব্যাংকার ও শিক্ষানুরাগী এম. মহিউদ্দিন শরিফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোরআন তিলাওয়াত করেন বিশিষ্ট শিক্ষাবিদ মাও. মো. জাকারীয়া। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের স্বেচ্ছাসেবক মো. জিল্লুর রহমান, মো. লিটন পাটোয়ারী, প্রভাষক মো. নজরুল ইসলাম রুবেল, প্রভাষক মো. শাব্বির আহমদ, মাও. নেসার উদ্দীন, সাবেক মেম্বার মো. আ. হামিদ ও প্রবাসী ফাউন্ডেশনে পক্ষে মো. পারভেজ এবং ফেণী স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বন্যায় মাঝে অবদান রাখায় সকলকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভাপতি তার বক্তৃতায় বলন, আমাদের এ গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে।
অস্বাভাবিক আড্ডা, মোবাইলাসক্তি এবং মাদক ও জুয়া থেকে বিরত থাকতে হবে।