বন্যায় ভাসছে ১০ জেলা, আগামী ৪ দিন ভারি বর্ষণ ও পরিস্থিতির অবনতির আশঙ্কা

0
277
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: দেশের ১০ জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। সারা দেশে চলমান ভারী বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা ঢলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।
১২ জুলাই, শুক্রবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে প্রতিমন্ত্রী উপস্থিত গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন।
এনামুর রহমান বলেন, “দুই কোটি ৯৩ লাখ টাকা, সাড়ে ১৭ হাজার টন চাল এবং ৫০ হাজার প্যাকেট শুকনা খাবার বন্যা আক্রান্ত জেলাগুলোতে পাঠানো হয়েছে। এসব জেলায় দু’এক দিনের মধ্যে ৫০০ তাবু পৌঁছে যাবে এবং মেডিকেল টিমও তৈরি করা হয়েছে।”
তিনি বলেন, “অতিবৃষ্টির কারণে দেশের কয়েকটি অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় বন্যা মোকাবেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে মাঠ পর্যায়ের সঙ্গে সমন্বয় করে ব্যাপক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।”
প্রতিমন্ত্রী আরো বলেন, “লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার এবং নীলফামারীতে বন্যা পরিস্থির অবনতি হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক দিন ভারী বর্ষণ হতে পারে, এ জন্য বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।”
তিনি বলেন, “ভারতের ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ায় যমুনা নদীতে পানি বাড়বে এবং বিহারে গঙ্গার পানি বাড়ায় পদ্মার অববাহিকায় বন্যা দেখা দিতে পারে। এর মধ্যেই দেশের ৬২৮টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে, তারমধ্যে ২৬টি খুবই ঝুঁকিপূর্ণ, সেগুলোতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়, ৫৫১টি সেন্টারকে ঝুঁকিমুক্ত করতে কাজ করে যাচ্ছি।”
এনামুর রহমান বলেন, “মানিকগঞ্জের দৌলতপুরে নদী ভাঙন দেখা দিয়েছে। জামালপুরে ভাঙনের প্রবণতা লক্ষ্য করা গেছে এবং লালমনিহাটে তিস্তা নদীতে ভাঙন দেখা দিয়েছে। এগুলো মোকাবেলায় কাজ শুরু হয়েছে।”
তিনি আরো বলেন, “আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান যাতে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। বন্যাকবলিত জনগণকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে সব ধরনের স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। একই সাথে সিভিল সার্জনদের নেতৃত্বে টিম গঠন করা হয়েছে যাতে পানিবাহিত রোগ বিস্তার রোধ করা যায়। খাদ্যগুদামে কর্মরতদের ছুটি বাতিল করা হয়েছে।”
কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্দেশনা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় মেডিকেল টিম গঠন করেছে এবং প্রচুর পরিমাণে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রস্তুত রেখেছে, স্বাস্থ্য অধিদফতরেও কন্ট্রোল রুম খোলা হয়েছে বলেও এ সময় জানান প্রতিমন্ত্রী।
বন্যা নিয়ে ত্রাণ সচিব শাহ কামাল বলেন, “প্রতিটি জেলায় দুই হাজার প্যাকেট করে মোট ৫০ হাজার প্যাকেট শুকনা খাবার পাঠানো হয়েছে। একটি প্যাকেটে চিড়া, মুড়ি, বিস্কুট, তেল, আটা, মসুরের ডাল, শিশু খাবারসহ একটি পরিবারের সাত দিনের খাবার রয়েছে।”
সচিব বলেন, “এখন পর্যন্ত দুই কোটি ৯৩ লাখ নগদ টাকা এবং দুই দফায় সাড়ে ১৭ হাজার টন চাল বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। কোনো জেলা প্রশাসক চাহিদা পাঠানোর সঙ্গে সঙ্গে চাল দেওয়া হবে।”
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ৪ দিন ভারি বর্ষণ ও বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা
রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে আগামী চার দিন ভারি বৃষ্টিপাত ও যমুনা নদীর তীরবর্তী জেলাগুলোতে বন্যার সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে।
শুক্রবার রাত থেকে ১৬ জুলাই পর্যন্ত চার দিন গঙ্গা, পদ্মা ও ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অস্বাভাবিক রকমের ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল ইসিএমডব্লিউএফ।
কানাডা থেকে আবহাওয়া বিষয়ে পিএইচডি গবেষক মো: মোস্তফা কামাল জানিয়েছেন, ব্রহ্মপুত্র নদের অববাহিকার সকল বৃষ্টির পানি তিস্তা ও ব্রহ্মপুত্র নদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। ইতোমধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে অতিক্রম করছে।
আগামী চার দিন অব্যাহত বর্ষণের সকল পানি বাংলাদেশে প্রবেশ করা শুরু করলে যমুনা নদীর দুই তীরের জেলাগুলোতে বন্যার পানিতে প্লাবিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে, আজকে মধ্যরাতের পর থেকে রংপুর বিভাগের জেলাগুলো ও সিলেট জেলায় ভারি বৃষ্টিপাত হওয়ার সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে। শনিবার ভোরে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
শুক্রবার মধ্যরাত থেকে আগামী রোববার দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে সারাদিন বৃষ্টিপাত হওয়ার সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে। শনিবার দুপুরে বৃহত্তর ময়মনসিংহ জেলাগুলোতে ভারি বৃষ্টিপাত হওয়ার সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে।
বাংলাদশে পানি উন্নয়ন বোর্ডের বন্যার পূর্বাভাস ও সর্তকীকরণ কেন্দ্র আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে জানিয়েছে, দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল এবং এর সংলগ্ন ভারতের সিকিম, আসাম ও মেঘালয় প্রদেশসমুহের বিস্তৃত এলাকায় আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় মাঝারী থেকে ভারি এবং কোথাও কোথাও অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চল সংলগ্ন ভারতের বিহার ও নেপালে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ পয়েন্ট, চিলমারী ও গাইবান্ধার ফুলছড়ি পয়েন্ট, ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্ট এবং তিস্তা নদীর কাউনিয়া পয়েন্ট বিপদসীমা অতিক্রম করতে পারে।
আাগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সুরমা, কুশিয়ারা, কংস, সোমেশ্বরী, ফেনী, হালদা, মাতামুহুরী ও সাঙ্গুসহ প্রধান নদীসমুহের পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘন্টায় নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, বান্দরবান ও লালমনিরহাট জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here