

বরগুনা প্রতিনিধিঃ রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর বরগুনার জেলার সংশোধিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম গঠনতন্ত্রের ১০(ক) ধারা মোতাবেক ২৩ জুলাই ২০২২ এই অনুমোদন প্রদান করেন। কমিটিতে দৈনিক মাতৃজগতের মশিউর রহমান শাহিন সভাপতি ও বিজয় টিভি’র মোঃ জুলহাস মিয়া সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন- দৈনিক দেশের কণ্ঠে মোঃ মাহাবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমাদের বরিশালের এ.কে.এম শাহাদাত হোসেন খান, অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক বরিশাল বার্তার সুমি আক্তার সাংগঠনিক সম্পাদক দৈনিক মুক্ত খবরের মোঃ বাবুল মিয়া, দপ্তর সম্পাদক বাংলা ৫২ নিউজের হাজী সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক সংবাদ সকালের সোহাগ মাহমুদ। নির্বাহী সদস্যরা হলেন দৈনিক স্বাধীন সংবাদের জলিলুর রহমান, দৈনিক সংবাদ সকালের মোঃ জাকারিয়া তুহিন, দৈনিক বরিশাল বার্তার মোঃ ইমরান, দৈনিক বরিশাল সময়ের মিজানুর রহমান ছেন্টু। এই কমিটির আগামী ২ বছর কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক দায়িত্ব পালন করিবে।
