বর্তমান যুগে যার কম্পিটার জ্ঞান নাই তিনি মুর্খ্য — নার্গিস সুলতানা

0
227
728×90 Banner

হলধর দাস : “আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প” তথা “শ্রেণি কক্ষে ডিজিটাল ক্লাশ” প্রদর্শন বিষয়ক ৬দিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ এর প্রথম ব্যাচ গত ১৬ জুন থেকে রায়পুরার ১২ টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে। ১২টি কেন্দ্রের ৩৩টি ভেন্যিউ-তে তিন ব্যাচে মোট ৬৬০ জন শিক্ষক এ প্রশিক্ষণ গ্রহণ করবেন। হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ে ছয়দিন ব্যাপী ইনহাউজ ট্রেনিং এর সমাপনী দিবসে গত ২১জুন প্রধান অতিথি হিসেবে উস্থিত থেকে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলার সুযোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নার্গিস সুলতানা। বিশেষ অতিথি ছিলেন হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান। সমাপনী দিনে ছিল মাল্টিমিডিয়া ক্লাশ উপস্হাপন। এ প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হলধর দাস, হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহানাজ বেগম, দক্ষিণ মির্জানগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাহিদা আক্তার ও বাঘাইকান্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাসুদেব বৈদ্য।
মনিপুরা কেন্দ্রে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন মনিপুরা উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর মোখলেছুর রহমান ভূঞা,আব্দুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক(কম্পিউটার)জুলেখা আক্তার, ইউনুছ মিয়া বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জহিরুল ইসলাম এবং শব্দর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক(কৃষি) মোঃ মাহবুব আলম।
প্রধান অতিথির ভাষণে মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নার্গিস সুলতানা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আগে বলা হতো “যার অক্ষর জ্ঞান নাই তিনি মুর্খ্য”। এখন বলা হয় বর্তমান যুগে “যার কম্পিটার জ্ঞান নাই তিনি মুর্খ্য” । আপনাদের সুবিধার্থে প্রশিক্ষণ এখন নিজ ঘরে নিয়ে আসা হয়েছে। যারা আগামীদিনে এদেশকে সামনের দিকে নিয়ে যাবার গুরুদায়িত্ব পালন করবে, আজকে তারা আপনাদের ছাত্র-ছাত্রী। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় টিকে থাকার জন্যই শুধু নয় তাদের চাইতেও আমাদের দেশের অবস্থানকে আরো সুন্দর স্থানে অধিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে সরকার ডিজিটাল ব্যবস্থার যাবতীয় প্রকল্প গ্রহণ করেছে। আপনাদের কোন সমস্যা থাকলে বলবেন। আমরা কারো কোন সমস্যা থাকলে সেটাকে সমাধান করার চেষ্টা করবো। ২০২৩ সালে ডিজিটাল ক্লাশ ছাড়া কেউ কোন ক্লাশ করতে পারবেন না। সুতরাং এখনই আপনাকে সেজন্য প্রস্তুত করতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here