ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম এর প্রতিষ্ঠানকে মানবকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন এশিয়ান কম্পিউটিং কাউন্সিল। আজ সকালে বারডেম, শাহবাগ, ঢাকায় সমিতির সুযোগ্য সভাপতি ও জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, এশিয়ান কম্পিউটিং কাউন্সিলের চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফির হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন। এই সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টু, বারডেম এর চিকিৎসক বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ পূরবী রানী দেবনাথ, আব্দুল্লাহ এইচ কাফির সহধর্মীনি বিশিষ্ট সমাজসেবক জেসমিন জাহান, ঢাকা মিডিয়া ক্লাব লিঃ এর পরিচালক মোঃ আজিজুল হক, ডা. মোঃ ইকবাল হুমায়ুন, বারডেম কর্মকর্তা আহসান নওয়াব, আনন্দ কুমার সেন, কার্যনির্বাহী সদস্য, বঙ্গবন্ধু পরিষদ প্রমুখ।
উল্লেখ্য যে, ইতিপূর্বে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর পুত্র আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই পুরস্কারে ভূষিত হন।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতিকে ক্রেস্ট প্রদান
